চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বিল্লালের ইন্তেকাল

ডিঙ্গেদহ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি আবু সুফিয়ান বিল্লাল (৬২) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …… রাজিউন)। গতকাল রোববার বেলা ১১টা ৪৫ মিনিটের সময় নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। শঙ্করচন্দ্র ইউনিয়নের হানুরবাড়াদী গ্রামের মৃত ইউছুপ মণ্ডলের ছেলে। গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় গ্রামের সরকারি কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। মরহুমের ভাই মোকতার হোসেন বলেন, আবু সুফিয়ান বিল্লাল গত এক বছর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকাতে নিয়ে পরীক্ষা করে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। এরপর তিনি ভারতে চিকিৎসা করে সুস্থ হয়ে ওঠেন এবং সুষ্ঠুভাবে ব্যবসা করতে থাকেন। এরপর গতকাল রোববার বেলা ১১টা ৪৫ মিনিটের সময় অসুস্থ অনুভব করেন এবং প্রেশার মাপতে বললে প্রেশার মাপার যন্ত্রটি আনতে আনতে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। গতকাল বিকেল সাড়ে ৫টায় হানুরবাদী গ্রামের সরকারি কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি বলেন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক ছেলুন শারিরীকভাবে অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি। তিনি এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারে সদস্যদের সমবেদনা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সাবেক সভাপতি আজিজুল হক, জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আরশাদ উদ্দিন চন্দন, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস খোকন, পদ্মবিলা ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি বজলুর রহমান, সেক্রেটারি আমজাদ হোসেন, শঙ্করচন্দ্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বাচ্চু মিয়াসহ এলাকার মুসুল্লিগণ। মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

Comments (0)
Add Comment