পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আলি আহাম্মদ হাসানুজ্জামান মানিককে গণসংবর্ধণা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে কুতুবপুর ইউনিয়নের হাসনহাটি গ্রামবাসীর উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি ছিলেন কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি মজিবর রহমান, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি হাজি আজিজুল হক, আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি হাজি আব্দুল মোতালেব মিয়া, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি আলাউদ্দিন হেলা, কুতুবপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম, সংগঠিক সম্পাদক মো. জহুরুল ইসলাম জমির, সদস্য মো. আক্কাচ আলী, খাসকররা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রুন্নু, তেঁতুল শেখ কলেজ প্রভাষাক ফারুখ আহম্মেদ, মো. রেজাউল করিম, মো. রাকিবুল হাসান, বদরগঞ্জ বাজার কমিটির সাবেক সভাপতি এএনএম আশিফ মিয়া, আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মো. হালিম মিয়া, আলিয়াপুর আজিজ মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যুৎসাহি সদস্য আরিফুল ইসলাম মিঠু, ৯ ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল সামাদ সোহাগ, জনতা ইটভাটা মালিক মো. আঁখির উদ্দিন, সিন্দুরিয়া ক্যাম্পের ইনচার্জ মাজহারুল ইসলাম, এএস আই হাবিব রহমান প্রমুখ।