স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা রেল বাজারের ফারুক এলুমিনিয়ামের দোকান থেকে দিনদুপুরে ক্যাশ ড্রয়ার ভেঙে টাকা চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিষ্ঠানের মালিক নান্নু মিয়া বলেন, ওজু করার জন্য দোকানের পাশের টিউবওয়েল থেকে পানি আনতি যাই। কিছুক্ষণের মধ্যে দোকানে ফিরে দেখি দোকানের ক্যাশ ড্রয়ার ভাঙা এবং ড্রয়ারে কোনো টাকা নেই। বুঝতে পেরেছি দোকানে চুরি হয়েছে। দিনদুপুরে দোকানের ড্রয়ার ভেঙে টাকা চুরি হবে আমি ভাবতেই পারিনি। কতো টাকা চুরি হয়েছে জানতে চাইলে তিনি বলেন ড্রয়ারে ৮-৯ হাজার টাকা ছিলো। চুয়াডাঙ্গা রেল বাজারের বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানের মালিকেরা অভিযোগ করে বলেন, বাজারে চোরের উৎপাত বেড়েই চলেছে, চোর চক্রের সদস্যরা বিভিন্ন কৌশলে চুরি করে যাচ্ছে। অথচ বাজার ঘেঁষেই রয়েছে পুলিশ ফাঁড়ি বেপরোয়া চোর চক্রের সদস্যদের লাগাম ধরতে প্রশাসনের তৎপরতা জরুরি বলে মনে করেন স্থানীয়রা।