বেগমপুর প্রতিনিধি: করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চুয়াডাঙ্গার যদুপুর গ্রামের সেই রিপন অবশেষে মারাগেছে। গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আজ শনিবার গ্রামে লাশের দাফন সম্পন্ন হবে বলে গ্রামসূত্রে জানাগেছ।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের যুদুপুর গ্রামের মৃত সায়েদ মিয়ার ছেলে রিপন বিএডিসির ট্রাকচালক গত ২৪ জুলাই করোনা আক্রান্ত হয়ে জীবননগর হাসপাতালে ভর্তি হন। সেখানে তার অবস্থার অবনতি দেখা দিলে পরিবারের লোজকজন ঢাকায় নিয়ে যায়। সেখানে রিপনকে সরকারি কর্মচারী হাসপাতালে ভর্তি করা হয়। ২৯ জুুলাই রাত ১০টা ২২মিনিটের দিকে ঢাকা থেকে নিকটজন খবর পাঠায় রিপন মারাগেছে গ্রামে কবর খুঁড়ে রাখ। সকালে লাশ গ্রামে পৌঁছাবে। এ খবর পেয়ে মৃত ব্যক্তির দাফনের জন্য বাড়ির পাশে কবর খুড়ে রাখে পরিবারের লোকজন। সকালে দিকে একই জায়গা থেকে খবর আসে রিপন বেঁচে আছে এবং ওই হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে। এখবর গ্রামে পৌঁছার পর গ্রামের লোকজন কবরে কলাগাছ দিয়ে আক্ষরিক দাফন সম্পন্ন করেন। অবশেষে ১৩দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গতকাল শুক্রবার বিকাল ৫টার দিকে ঢাকার একটি হাসপতালে তিনি মৃত্যুবরণ করেন। গ্রামসূত্রে জানাগেছে আজ শনিবার লাশ গ্রামে পৌঁছুলে নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হবে।