মাথাভাঙ্গা ডেস্ক: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এদিকে, চুয়াডাঙ্গা জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা পুলিশ লাইন সংলগ্ন নিজস্ব কার্যালয়ের সামনে জেলা সৈনিক কল্যাণ সংস্থার ব্যবস্থাপনায় এ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। শুরুতে পবিত্র কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়। এরপর সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া ও ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে অকুতোভয় বীর সেনানী, সেনা নৌ বিমান বাহিনীর সদস্য দ্বারা গঠিত এই সংগঠনের কর্মকা- খুবই আশাব্যঞ্জক। আমিও তাদের সাথে একাত্মতা ঘোষণা করছি। তিনি আরও বলেন এমন সংগঠনের সাথে থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থা চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আতিকুল হক। সভাপতির বক্তব্যে আব্দুল লতিফ বিশ্বাস বলেন, আপনাদের সহযোগিতা পেলে এই সংগঠন সামাজিক উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করবে। তাছাড়া প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আশাও ব্যক্ত করেন তিনি। জেলা প্রাক্তন সৈনিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মুহা. শরিফুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহসভাপতি আজিম উদ্দিন, সহসভাপতি ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান প্রমুখ।
চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বড় বাজার মুক্তিযোদ্ধা মার্কেটে সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা শিল্প বণিক সমিতির সিনিয়র সহ-সভাপতি শাহরিন হক মালিক, সহ-সভাপতি মঞ্জুরুল আলম মালিক লার্জ, জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোর্য়াদ্দার ইবু, সহ-সভাপতি হাজি শাহাবুদ্দিন মালিক, জেলা পরিবেশক সমিতির সভাপতি চান্নু, সাধারণ সম্পাদক হাজি মাহবুব আলম রিংকুসহ পরিবেশক সমিতির নেতৃবৃন্দ ও আমন্ত্রিত অতিথিগণ। দোয়া ও ইফতার মাহফিলটি পরিচালনা করেন বড় বাজার (পুরাতন গলি) জামে মসজিদের ইমাম মাও. জসীম উদ্দীন।
ব্যাডমিন্টন খেলোয়াড় কল্যাণ সমিতির পক্ষে কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় রোকনুজ্জামান রোকনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বঙ্গজ পিভিসি ফ্যাক্টরির হলরুমে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মহসীন, দর্শনা থানার অফিসার্স ইনচার্জ লুৎফুল কবীর, জেলা স্কাউটের কমিশনার সাবেক চেয়ারম্যান আব্দুল হান্নান, আলহাজ্ব নিপ্পন, বিশিষ্ট ব্যবসায়ী সালমান, ঢাকা মীরপুরের স্পোর্টস ৫৯-এর পরিচালক জেসিমুজ্জামান হিমেল, ইরফান গ্যালারির পরিচালক আ. সালামসহ সদর থানা ও দর্শনা থানার অধিকাংশ পুলিশ কর্মকর্তারা। ইফতার মাহফিল দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা আব্দুল জব্বার।
এদিকে, চুয়াডাঙ্গার ফাতেমা প্লাজা আইটি মার্কেট ব্যবসায়ী সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত ইফতার মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মার্কেট পরিচালনা কমিটির সভাপতি ডা. গিলবাট বাপী রায়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. বিপ্লব হোসেন। দোয়া পরিচালনা করেন কমিটির সদস্য আশরাফুল আলম। ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সাধারণ ব্যবসায়ীবৃন্দ।
এছাড়াও সারা বাংলা এসএসসি ৮৮ চুয়াডাঙ্গা জেলা প্যানেলের পক্ষ থেকে দামুড়হুদার পুড়াপাড়াস্থ রাজা ইটভাটা সংলগ্ন জামিয়া আশরাফিয়া শামসুল উলুম হাফিজিয়া মাদরাসা, লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে মাদরাসায় অধ্যায়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে ওই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন সারা বাংলা ৮৮’র চুয়াডাঙ্গা জেলা কো অর্ডিনেটর বিশিষ্ঠ চক্ষু বিশেষজ্ঞ ডা, সায়ীদ মেহবুব-উল কাদির। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আনিছুর রহমান। উপস্থিত ছিলেন মাদরাসার জমিদাতা প্রতিষ্ঠাতা চুয়াডাঙ্গার কৃতিসন্তান প্রয়াত ওয়াশিকুর রহমান জোয়ার্দ্দার বিল্লাল মিয়ার দুই সন্তান ওয়াহিদ হোসেন জোয়ার্দ্দার শান্ত ও আসিফ হোসেন জোয়ার্দ্দার রাহুল, পুড়াপাড়ার কৃতি সন্তান শমশের আলী, ঝিনাইদহের কৃতিসন্তান বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার রাইসুল ইসলাম আসাদ, সারা বাংলা ৮৮’র চুয়াডাঙ্গা জেলা যুগ্ম কো-অর্ডিনেটর শামস গোলাম হোসেন আবীর, শাহীন পারভেজ, মহসিন আলী, শফিকুল ইসলাম জিন্নাহ, হামিদুল ইসলাম সেন্টু, সাংবাদিক রিফাত রহমান, আতিকুল হক সন্টু, জাহাঙ্গীর আলম, মোজাম্মেল হক নেন্টু, জহুরুল ইসলাম, সাহেল আহমেদ স্বজল, আমির খসরু, মজিবুর রহমান, এটিএম সাইফুল ইসলাম, ইমরোজ মোল্লা, রফিক মল্লিক, দামুড়হুদার বখতিয়ার হোসেন বকুল, ইউসুফ আলী খান ইছা মেম্বার, আশেখ উদ দৌলা লিটন, আতিয়ার রহমান খান, উজিরপুরের একরামুল হক, সুবলপুরের সাব্বির আহম্মেদ, পুড়াপাড়ার অ্যাড, ড. ফরজ আলী এবং দর্শনার কামরুল হাসান হিরো। মাদরাসায় অধ্যায়নরত হাফেজি পড়ুয়া ছাত্রদের হেফজখানা (ক্লাসরুম) নির্মাণ বিষয়ে আলোচনাকালে প্রধান অতিথি ব্যক্তিগত তহবিল থেকে ১০ বস্তা সিমেন্ট এবং ডা. সায়ীদ মেহবুব উল কাদির চুয়াডাঙ্গার বন্ধুদের পক্ষ থেকে ৫০ হাজার টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা গোলাম মুরশীদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল।