চুয়াডাঙ্গা বোয়ালিয়ার শফি মাস্টারের অত্যাচার থেকে বাঁচতে গৃহবধূ সাগরিকা খাতুনের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের শফি মাস্টারের অত্যাচার থেকে বাঁচতে সংবাদ সম্মেলন করেছে একই গ্রামের সাগরিকা খাতুন। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্বেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে সাগরিকা খাতুন বলেন, বিগত ২০ বছর পূর্বে সদর উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত কুল্লাদের ছেলে শফি মাস্টার আমাকে কুপ্রস্তাব দিতো। শফি মাস্টারের অত্যাচারে পারিবারিকভাবে আমাকে বিয়ে দেয়ি দেয়া হয়। শফি মাস্টারের কথামতো আমার ওই সংসার ভেঙে যায়। পরবর্তীতে আমি আবার বিয়ে করি। দীর্ঘ ১৮ বছর সংসার করার পর দেড় বছর আগে শফি মাস্টার আমার স্বামী লিটনকে তুলে নিয়ে তাকে মারধর করে আমাকে জোরপুর্বক তালাক দেয়ায়। কয়েকমাস আগে এক রাতে শফি মাস্টার আমার বাড়িতে আসে এবং আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ও আমাকে মারধর করে। চলতি মাসের ২ তারিখে এলাকার রবিউল গুটি ও লিপনের সহযোগিতায় শফি মাস্টার আমাকেসহ আমার ৩ সন্তানকে হত্যার চেষ্টা করে। আমরা কোনরকম প্রাণে রক্ষা পায়। এভাবে শফি মাস্টারের অত্যাচারে বর্তমানে আমি আমার ছেলে-মেয়ে নিয়ে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছিনা। এখন আমি খুবই দুশ্চিন্তাগ্রস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। আমি আমার মানসম্মান নিয়ে বাঁচতে চাই। শফি মাস্টারের কাছ থেকে রক্ষা চাই। আমি বাঁচতে চাই। আমি জীবননাশের হুমকিতে আছি। আমাকে বাঁচান।