স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মুন্সী আব্দুর রশীদের মৃত্যুতে কোর্ট রেফারেন্স ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার জেলা ও দায়রা জজ আদালতে কোর্ট রেফারেন্স এবং জেলা আইনজীবী সমিতি ভবনে শোকসভা অনুষ্ঠিত হয়।
বেলা সাড়ে ১১টায় জেলা ও দায়রা আদালতে আইনজীবী মুন্সী আব্দুর রশীদের মৃত্যুতে কোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। এসময় জেলা আইনজীবী সমিতির সেক্রেটারি তালিম হোসেনের সঞ্চালনায় কোর্ট রেফারেন্সে মরহুমের জীবন-বৃত্তান্ত পাঠ করেন বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক। জেলা ও দায়রা জজ জিয়া হায়দার মরহুম আইনজীবীর কর্মময় জীবনের ওপর আলোকপাত করেন এবং তার আত্মার মাগফেরাত করেন। অনুষ্ঠানে সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন মরহুম আইনজীবীর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। কোর্ট রেফারেন্সের পর মরহুম আইনজীবীর স্মরণে জেলা জজ জিয়া হায়দার আদালতের বিচার কার্যক্রম বন্ধ ঘোষণা করেন।
এরপর জেলা আইনজীবী সমিতি ভবনের নীচতলায় বারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে শোকসভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন বারের সেক্রেটারি তালিম হোসেন। শোকসভায় মরহুম আইনজীবী মুন্সী আব্দুর রশীদ ও বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল বাসেত মজুমদার স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। এসময় সাবেক সভাপতি সেলিম উদ্দিন খান, মোল্লা আব্দুর রশিদ, নুরুল ইসলাম ও এমএম শাহজাহান মুকুল, সাবেক সেক্রেটারি এসএম রফিউর রহমান, শামীম রেজা ডালিম, আসম আব্দুর রউফ ও আবুল বাসার, সিনিয়র আইনজীবী শাহ আলম, বজলুর রহমান, মইনুদ্দিন মইনুল, মানি খন্দকার ও মুনিবুল হাসান পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।
মরহুম আইনজীবী মুন্সী আব্দুর রশীদ ১৯৫৩ সালের ২ জুলাই জীবননগরের সেনেরহুদা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুল বারী এবং মাতার নাম ছাদিরুন নেছা। মুন্সী আব্দুর রশীদ ১৯৬৭ সালে উথলী মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৯ সালে দর্শনা কলেজ থেকে এইচএসসি এবং ১৯৮২ সালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে বি.এ পাশ করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে যশোর ল’ কলেজ থেকে ল’ পাশ করেন। ১৯৮৮ সালের ৮ এপ্রিল বার কাউন্সিলে এনরোলমেন্ট প্রাপ্ত হন এবং চুয়াডাঙ্গা বারে যোগদান করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মুন্সী আব্দুর রশীদ গত ২৯ অক্টোবর সন্ধ্যায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
শোকসভায় বক্তারা বলেন, মুন্সী আব্দুর রশীদ সামাজিক ব্যক্তিত্ব হিসেবে সমাজে ব্যাপক পরিচিত ছিলেন। তিনি অত্যন্ত মিষ্টভাষী, সদালাপী এবং আইনপেশার সফল ব্যক্তি ছিলেন। আইনজীবী সমিতি তার মৃত্যুতে গভীর শোকাহত ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে। চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি মুন্সী আব্দুর রশীদকে চিরকাল কৃতজ্ঞতার সাথে মনে রাখবে।
চুয়াডাঙ্গা বারের সম্মানীত সভাপতি মোঃ াাব্দুল খালেক , সম্পাদক তালিম হোসেন সহ সকল আইনজীবিকে জানাই আন্তরিক অভিনন্দন। আমার শ্রদ্ধাভাজন ভাইজান এর মৃত্যুতে চুয়াডাঙ্গা আইনজীবি সমিতি যে, শোক প্রকাশ ও তার আত্মার মাগফেরাত অনুষ্ঠান আয়োজনের জন্য।
প্রচারের জন্য মাথাভাঙ্গা পরিবারকে জানাই ধন্যবাদ।