চুয়াডাঙ্গা বারের সভাপতি আলমগীর হোসেনের দাফনকাজ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. আলমগীর হোসেনের দাফনকাজ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১০টায় শহরের জান্নাতুল মাওলা জামে মসজিদে নামাজে জানাজা শেষে ওই কবরস্থানে দাফন করা হয়।
জানাজার পূর্বে মরহুম অ্যাড. আলমগীর হোসেনের কর্মময় জীবনী নিয়ে জেলা আইনজীবী সমিতির সহ-সভাপতি অ্যাড. আব্দুল খালেক, সাধারণ সম্পাদক অ্যাড. তালিম হোসেন, সিনিয়র আইনজীবী মোসলেম উদ্দিন ও জেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি সংক্ষিপ্ত আলোচনা করেন। এসময় সিনিয়র আইনজীবী আশরাফ আলী বিশ্বাস, শহিদুল ইসলাম, মজিবুল হক চৌধুরী মিন্টু, আবুল বাশার, ওয়াহেদুজ্জামান বুলা, সোহরাব হোসেন, সৈয়দ হেদায়েত হোসেন আসলাম, কাইজার হোসেন জোয়ার্দ্দার, রফিকুল আলম রান্টু, মোর্তুজা মো. মিল্টন, শফিকুল ইসলাম শফি, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম আজম পিনা, মরহুমের ছেলে অভি, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী এবং কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত : জেলা আইনজীবী সমিতির অ্যাড. আলমগীর হোসেন করোনা আক্রান্ত হয়ে গত সোমবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

 

Comments (0)
Add Comment