স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাগণের দু’দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে। গতকাল বুধবার বেলা ১০টায় ভিমরুল্লাহ সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী। পৌর নির্বাচনে ৩৩ জন প্রিজাইডিং অফিসার, ১৯৭ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ৩৯৪ জন পোলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
এসময় খুলনা বিভাগীয় অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আ. ছালেক, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটানিং কর্মকর্তা তারেক আহমেমদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান ও টিটিসি’র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মুছাব্বেরুজ্জামান প্রিজাইডিং অফিসারগণসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণ উদ্বোধনকালে প্রধান অতিথি খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলী বলেন, আগামী ২৮ ডিসেম্বরে অনুষ্ঠিতব্য নির্বাচনে প্রিজাইডিং অফিসারদের অনেক অনেক দায়িত্ব আছে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রশাসনের পক্ষ থেকে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। নির্বাচনে ৩৩টি কেন্দ্রে প্রশাসন, পুলিশ ও নির্বাচন কর্মকর্তাগণ আপনাদেরকে সব ধরনের সহযোগিতা করবে।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনে চুয়াডাঙ্গা পৌরসভায় প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ পৌরসভায় ভোটার সংখ্যা ৬৭ হাজার ৮০৮ জন। এর মধ্যে পুরুষ ৩২ হাজার ৮১৮ জন এবং মহিলা ভোটার ৩৪ হাজার ৯৯০ জন। পুরুষের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা ২ হাজার ১৭২ জন বেশি। নির্বাচনে মেয়র পদে ১টি , সাধারণ ওয়ার্ড ৯টি, মোট সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৩টি, মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৩৩ টি, মোট ভোটকক্ষের সংখ্যা ১৯৭টি, কোনো অস্থায়ী ভোট কেন্দ্র নেই এবং অস্থায়ী ভোটকক্ষের সংখ্যা ১৫টি।