স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে নৌকাকে জয়যুক্ত করতে মতবিনিময়সভা করেছে জেলা আওয়ামী লীগ ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। গতকাল রোববার সন্ধ্যা ৬টার দিকে এ মতবিনিময় করেন তারা। সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দলের হয়ে আমাদেরকে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হলে আমাদেরকে নৌকাকে বিজয়ী করতে হবে। নৌকা বিজয়ী হলে আমাদের উন্নয়ন হবে। দেশের উন্নয়ন।
সভায় চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু বলেন, আমরা আওয়ামী লীগের হয়ে কাজ করি। আমরা বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত। মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট কথা, নৌকা আগে। তাই আমাদেরকেও নৌকার হয়ে কাজ করতে হবে। পৌর নির্বাচনে আমাদেরকে নৌকাকে বিজয়ী করার জন্য শেষ পর্যন্ত পরিশ্রম করতে হবে। মাঠে থাকতে হবে।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কবির, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মাহাবুল ইসলাম সেলিম, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিয়ার হোসেন মতি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক সুলতান মাহমুদ দীপন, জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মুক্তার হোসেন মিলন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য সৈয়দ ফরিদ আহমেদ, তাহের বিশ্বাস, মাফিজুর রহমান মাফি, আলীম, আব্দুল আলিম ভুলন, জেলা আওয়ামী লীগ নেতা আক্তার হোসেন, জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, পৌর ছাত্রলীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন, সদর থানা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ইমরান, ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেক লীগের সভাপতি ওয়াসিম, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগ সদস্য জনি, সরোয়ার, ইমরান শেখ, মানিক, আশিক, শরিফ, রানা প্রমুখ।