চুয়াডাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডে উদ্দেশ্যমূলকভাবে ব্যানার কাটার অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ৪নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী দেলোয়ার হোসেন দয়ালের পাঞ্জাবি মার্কার ব্যানার কাটার অভিযোগ উঠেছে। পাঞ্জাবি মার্কার পোস্টার বুকে ঝুলিয়ে উটপাখি মার্কার প্রচারণার ব্যানার কাটার অভিযোগ করেছেন দেলোয়ার হোসেন দয়াল। এ ব্যাপারে গতরাতে তিনি লিখিতভাবে চুয়াডাঙ্গা সদর থানায় অভিযোগ করেছেন।
দেলোয়ার হোসেন দয়াল জানান, আমার ক্ষতিসাধন করার জন্য এবং আমাকে নির্বাচন থেকে বাদ দেয়ার পরিকল্পনা হিসেবে এমন ঘটনা ঘটিয়েছেন চুয়াডাঙ্গা জিনতলা মল্লিকপাড়ার মৃত মুকুল হোসেনের ছেলে রজব আলীসহ ২-৩ জন। গতকাল বুধবার রাত ৮টার দিকে তারা বুকে পাঞ্জাবি মার্কার পোস্টার ঝোলায়। পরে তারা উদ্দেশ্যমূলকভাবে উটপাখির প্রচারণার ইজিবাইকে ব্লেড দিয়ে ব্যানার কেটে দেয় যাতে পাঞ্জাবি মার্কার দোষ হয়। এ ব্যাপারে দেলোয়ার হোসেন দয়াল পুলিশের সহযোগিতা কামনা করেছেন।

Comments (0)
Add Comment