স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের সিঅ্যান্ডবিপাড়ায় পৌরসভার ফেলে যাওয়া বিষাক্ত ময়লা-আবর্জনা খেয়ে গরু-ছাগল মৃত্যুর ঘটনা ঘটছে। গতকাল রোববার পৌর এলাকার দুটি ছাগল ও একটি গরু মারা গেছে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। স্থানীয়দের মধ্যে আজিজুল হক অভিযোগ করে বলেন, লেলিন খন্দকারের বাগানে দীর্ঘদিন যাবত চুয়াডাঙ্গা পৌরসভার ময়লা আর্বজনা ফেলে আসছে। বাগানে ফেলে যাওয়া ময়লাতে কোনো বিষাক্ত খাবার খেয়ে গরু-ছাগলের মৃত্যুর ঘটনা ঘটেছে। আজিজুল হক বলেন, আমার দুটি ছাগল মারা গেছে যার মূল্য ৩০ হাজার টাকা।
স্থানীয়রা জানান, যার কারণে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। তাছাড়া আমাদের প্রতিনিয়ত দুর্গন্ধ পোহাতে হয়। গরুর মালিক ফজিলা বেগম বলেন, আমি গরিব মানুষ আমার ৭০ হাজার টাকার গরুটির মৃত্যু হয়েছে। এখন আমার এ ক্ষতিপূরণ কে দেবে?। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গার পৌর মেয়র জাহাঙ্গীর আলম মালিক খোকন বলেন, আমার জানামতে ওই এলাকায় পৌরসভার কোনো ময়লা-আবর্জনা ফেলা হয় না। তারপরও বিষয়টি আমি দেখছি।