স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় গাঁজাসহ রফিকুল ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার হাতিকাটা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গতকালই তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেফতারকৃত রফিকুল ইসলাম (৩৭) শহরতলীর দৌলাতদিয়ার দক্ষিণপাড়ার রেজাউল হকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা সদর থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার হাতিকাটা মোড়ে অভিযান চালান। অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আটক করা হয় শহরতলীর দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার রফিকুল ইসলামকে। তার দেহতল্লাশি করে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গাঁজা। পরে গতকালই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে আদালতে সোপর্দ করলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।