স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বেগমপুর ইউনিয়ন ভূমিসহকারী কর্মকর্তাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন দোস্ত গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুস সবুর। নিজ ¯^ত্ত¡দখলীয় জমির বাঁশঝাড়ের বাঁশ রাস্তার দিকে থাকায় তা কেটে নেয়ায় লিগ্যাল নোটিশ দিয়ে বলা হয়েছে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে লিখিতভাবে বক্তব্য অবগত করা না হলে আইনসিদ্ধ পদক্ষেপ নেয়া হবে। চুয়াডাঙ্গা জজ কোর্টের অ্যাডভোকেট মো. মোসলেম উদ্দীন ¯^াক্ষরিত লিগ্যাল নোটিশে বলা হয়েছে দোস্ত মৌজার ১৩৯৫ দাগের জমিতে তৈরি বাঁশি ঝাড় বৃদ্ধিজনিত বাঁশঝাড়ের কিছু বাঁশ ইউনিয়ন জমির দক্ষিণপ্রান্তে পরিষদের রাস্তায় চলে গেছে। এলাকাবাসী মাঠের কাজের জন্য ইউনিয়ন পরিষদের নিয়ন্ত্রিত রাস্তা ব্যবহারসহ পাশের পুকুরের যাওয়াকে জনগণ রাস্তা আকারে ব্যবহার করেন। এলাকার বাসিন্দারা অনুমতি নিয়ে কোনো কোনো সময় ব্যবহার করার জন্য বাড়তি বাঁশ কেটে নিয়ে উপকৃতিও হয়েছেন। বিশেষ করে দরিদ্ররা উপকৃত হয়ে আসছিলেন। এর মাঝে গত ২ ফেব্রæয়ারি ৭টি বাঁশ বেগমপুর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তাকে জিজ্ঞাসা করলে তিনি উপজেলা সহকারী কমিশনার ভূমির আদেশে কাটা হচ্ছে বলে জানান। পরবর্তিতে ৮ ফেব্রæয়ারি বিষয়টি মৌখিকভাবে সহকারী কমিশনার ভূমেকে জানাতে গেলে জেলহাজতে প্রেরণের কথা বলেন। ৩ মার্চ ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা ৫ জন লেবার নিয়ে ৬৫টি বাঁশ কেটে নেন। লিগ্যাল নোটিশে উল্লেখিত বর্ণনা দিয়ে বলা হয়েছে, অফিসিয়াল সিদ্ধান্ত ছাড়াই বাঁশ ঝাড় থেকে বাঁশ কেটে নেয়ার বিষয়ে কোন বক্তব্য থাকলে নোটিশ প্রাপ্তির ৭ দিনের মধ্যে জানাতে হবে। অন্যথায় সময়ান্তে আইনসিদ্ধ পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা হবে।