চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজিব খান জেলহাজতে

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খানকে জেল হাজতে পাঠানো হয়েছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠায়। এর আগে গত শনিবার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ প্রাঙ্গণ থেকে জাহেদ মো. রাজব খানকে গ্রেফতার করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।

এদিকে চুয়াডাঙ্গা জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খানকে গ্রেফতারের প্রতিবাদ জানিয়েছে জেলা যুবদল। জেলা যুবদলের দফতর সম্পাদক মামুন-উর-রশিদ টনিক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, ফ্যাসিস্ট ও দুর্নীতিবাজ সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা দাবিতে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে সাহিত্য পরিষদ চত্বররে জেলা বিএনপির গণমিছিলের প্রস্তুতিকালে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খানকে কোনো গ্রেফতারি পরোয়ানা ছাড়া পুলিশ গ্রেফতার করে। চুয়াডাঙ্গা জেলা যুবদল এ হয়রানিমূলক গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাহেদ মো. রাজিব খানকে অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

Comments (0)
Add Comment