চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে জিপুর মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জুকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ওবাইদুর রহমান চৌধুরী জিপু। গতকাল শুক্রবার দুপুর ২টা থেকে চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য এবং ডাউকি ইউপি সদস্যদের সাথে মতবিনিময় করেন তিনি। এসময় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জুর পক্ষে ভোট চান জিপু চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা নাসির জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মতিয়ার রহমান মতি, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হোসেন, গড়াইটুপি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক রানা আহমেদসহ অনেকে।

এ সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ওবাইদুর রহমান চৌধুরী জিপু বলেন, সোনার বাংলা গড়তে হলে, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, তথা বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।

Comments (0)
Add Comment