চুয়াডাঙ্গা জেলা পরিষদ চেয়ারম্যানের সাথে কার্পাসডাঙ্গার জনপ্রতিনিধিদের মতবিনিময়

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জুর সাথে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় কার্পাসডাঙ্গা ইউপির অফিস কক্ষে চেয়ারম্যান আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু। এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান রিপন, আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম, আশাদুল হক, ফয়সাল খান, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, মাহবুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, নুর মোহাম্মদ ভগু, সাজিবর রহমান, আনেহার খাতুন, দেলোয়ারা খাতুন, সুমিয়া খাতুন।

Comments (0)
Add Comment