স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা জাতীয় পার্টির (এরশাদ) সম্মেলন প্রস্তুত কমিটির এক সভা গতকাল শনিবার দুপুরে জেলা বার অ্যাসোসিয়েশন ভবনে অনুষ্ঠিত হয়েছে। আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টিও আহ্বায়ক অ্যাড. সোহরাব হোসেন।
আলোচনাসভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য সচিব অ্যাড. রবিউল ইসলাম, সদস্য শাহাব উদ্দিন খোকন, আমিনুল ইসলাম, মুজিবুর রহমান, মোসাব কাক্কা, জাহিদ হাসান রেন্টু, আতিয়ার রহমান, শহিদুল ইসলাম, শুকুর আলী, জয়নাল আবেদীন, হানেহার, এলকেন, আব্দুর রশিদ, বিলকিস আরা, সন্টু মিয়া, আলম হোসেন, জেলা জাতীয় ওলামা পার্টির আহ্বায়ক মাও. জুলফিক্কার আলী কলি, যুব সংহতি নেতা রওশন আলী, বিপ্লব হোসেন, মাহবুব হোসেন। আলোচনা শেষে আগামী নভেম্বর মাসের মধ্যে প্রতিটি উপজেলা কমিটি গঠন শেষে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের মধ্যে জেলা জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়।