স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা ক্রোকারিজ পরিবেশক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ক্রোকারিজ পরিবেশক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আব্দুর রশিদ।
গতকাল শুক্রবার বিকেল ৪টায় চেম্বার ভবন মিলনায়তনে চুয়াডাঙ্গা জেলা ক্রোকারিজ পরিবেশক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্র্রি’র সভাপতি ইয়াকুব হোসেন মালিক। এসময় তিনি নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে অভিনন্দন জানিয়ে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিনিয়র সহ-সভাপতি শাহারিন হক মালিক, বাংলাদেশ দোকান মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান আবু, চুয়াডাঙ্গা জেলা পরিবেশক সমিতির সাধারণ সম্পদাক রিংকু জোয়ার্দ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা।
এসময় আব্দুর রশিদকে সভাপতি ও ফরহাদ হোসেনকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট চুয়াডাঙ্গা জেলা ক্রোকারিজ পরিবেশক অ্যাসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি আক্তারুজ্জামান পলাশ, সহ-সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ মহিউল আলম সুজন, সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল ইসলাম, দপ্তর সম্পদাক আবু তালহা। কার্যকরী সদস্য মো. মিজানুর রহমান ও জসিম উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মো. রোকনুজ্জামান।