চুয়াডাঙ্গা জেলা আ.লীগ নেতৃবৃন্দের সাথে মৎস্যজীবী লীগের মতবিনিময়

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টার সময় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে আওয়ামী মৎস্যজীবী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ জেলাতে মৎস্যজীবী লীগের সংগঠনকে জেলা আওয়ামী লীগের সার্বিক সহযোগিতায় শক্তিশালী করার জন্য বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় মৎস্যজীবী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক শাহাবুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ড. প্রফেসর মমতাজ খানম। এ সময় নেতৃবৃন্দ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা- নিয়ে আলোচনা করেন এবং সরকারের গৃহীত সকল উন্নয়নমূলক কর্মকা- দেশবাসীর নিকট তুলে ধরার জন্য আওয়ামী লীগ সহ তৃণমূলের অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলাউদ্দীন হেলা, বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রাইসুল কবির দিপু, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হানিফ খোকন, মৎস্যজীবী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক ইমরান হোসেন, আলমডাঙ্গা উপজেলা শাখার সদস্য সচিব আতিকুর রহমান বিশ্বাস, উপজেলা শাখার আহ্বায়ক মজিবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তুহিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ এর যুগ্মআহবায়ক রেজাউল ইসলাম।

Comments (0)
Add Comment