স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ের নির্মাণাধীন ভবনের ছাদঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ছাদ ঢালাইয়ের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। শহীদ আবুল কাশেম সড়কের পৌরসভা মোড়ে নির্মিত হচ্ছে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়। ছাদঢালাই কাজের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এমপি সহোদর মোজাহারুল ইসলাম জোয়ার্দ্দার (ন’মিঞা), জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ উদ্দিন আহমেদ চন্দন, ত্রাণ সম্পাদক এ নাসির জোয়ার্দ্দার, কোষাধ্যক্ষ আলী রেজা সজল, চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানিম হাসান তারেকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।