স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা কৃষি ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার রুহুল আমিন ইন্তেকাল করেছেন। (ইন্না……রাজিউন) গতকাল বুধবার সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার পূর্বেই তিনি শেষ নিঃশাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮।
তিনি দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের মৃত ওহাব আলীর ছেলে ও বাংলাদেশ কৃষি ব্যাংকের চুয়াডাঙ্গা শাখার সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন।
পারিবারিক সুত্রে জানা যায়, রুহুল আমিন দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত সহ বিভিন্নরোগে ভুগছিলেন। গতকাল সকাল সাড়ে ১১ টার দিকে শারিরীক অবস্থার অবনতি হলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়। মৃত্যুকালে মৃত্যুকালে তিনি স্ত্রী, পাচ সন্তান, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গিয়েছেন।
গতকাল বাদ আছর জানাজার নামায শেষে গ্রাম্য কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।