চুয়াডাঙ্গা ও মেহেরপুরে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

 

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: মেহেরপুর ও চুয়াডাঙ্গাতে দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ইনফ্যান্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন। গত শুক্রবার দিনব্যাপী মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন স্থানে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ইনফ্যান্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। ফাউন্ডেশনের সদস্য জগন্নাথপুর গ্রামের ঊষা বলেন শীত ঋতু আমাদের জীবনে নিয়ে আসে এক আনন্দঘন পরিবেশ। হ্যাঁ এটি অবশ্যই প্রকৃতিকে এক নতুন রূপ দান করে। সবাই মেতে ওঠে পিঠা পুলির উৎসবে। কিন্তু এই শীতকাল হয়ে ওঠে তাদের জীবনে যাদের মাথা গুজার মতো ঠাই নেই তাদের কাছে শীতবস্ত্র মানে আকাশের চাঁদ পাওয়া অনুভূতি। কারণ তারা খাবারের অন্বেষণে ভুলে যায় নিজেদের পরিচর্যার কথা। তাদের সামর্থ্য হয়ে ওঠে না শীতের কবল থেকে নিজেকে উষ্ণ রাখতে শীতবস্ত্র পরিধান করার। ফাউন্ডেশনের অর্থ সম্পাদক তামান্না ইসলাম জানান পুরো শীত জুড়ে অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণের কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন নির্জন বিশ্বাস, তামান্না ইসলাম, নাইমুর রহমান বর্ণ এবং শাকিব প্রমুখ।

Comments (0)
Add Comment