স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ’র জন্মদিন পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা ও মেহেরপুরে যুবলীগের উদ্যোগে জন্মদিন উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও কেককাটা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সংক্ষিপ্ত পরিসরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানান নেতৃবৃন্দ।
চুয়াডাঙ্গায় গতকাল রাত ১০টার দিকে জেলা যুবলীগের দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনাসভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। এসময় উপস্থিত ছিলেন যুগ্মআহ্বায়ক জিল্লুর রহমান, সদস্য আজাদুল ইসলাম আজাদ, হাফিজুর রহমান হাপু, আবু বক্কর সিদ্দিক আরিফ, শরিফ হোসেন দুদু, যুবলীগ নেতা পিরু, মাছুম, শাহী, বিপ্লব, সৈকত, সুইট, আশা, পিয়াস, কবির, বিপুল, ওবায়দুর, নোমান প্রমুখ। পরে নেতৃবৃন্দদের সাথে নিয়ে কেককাটেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা যুবলীগের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনাসভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে পৌর হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের সদস্য সাজেদুর রহমান সাজুর সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সদস্য মেজবাহউদ্দিন, জেলা যুবলীগের সদস্য ইউনুস আলী, আমানুর রহমান সোহেল, সাইফুল ইসলাম উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজি সাইফুল ইসলাম, আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সুইট ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুমেল মোল্লা ও সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লব, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু, মোনাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেক, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুর রহমান মুংলা, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি সহিদুজ্জামান চমন প্রমুখ।