স্টাফ রিপোর্টার: ‘সার্বজনীন কল্যাণে মাহে রমজান’ প্রতিপাদ্য নিয়ে চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংক লিমিটেডের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর থানা সংলগ্ন ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। ব্যাংকের চুয়াডাঙ্গা শাখা ব্যবস্থাপক মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ইফতার মাহফিলে মাহে রমজানের গুরুত্ব তুলে ধরে আলোচনা রাখেন নিউমার্কেট জামে মসজিদের ইমাম মাও. মুফতি জুনায়েদ আল হাবিবী। এছাড়া দোয়া মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল। এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার সিরাজুল হক, সিনিয়র প্রিন্সিপাল অফিসার নাসির উদ্দীন মিঠু, ইসলামী ফাউন্ডেশনের ডিজি, দৈনিক মাথাভাঙ্গার সিনিয়র রিপোর্টার ইসলাম রকিবসহ ব্যাংকের গ্রাহক, শুভান্যুধায়ী, আমন্ত্রিত সুশীল সমাজের প্রতিনিধি, অতিথি ও ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারীগণ।
দোয়া মাহফিলটি পরিচালনা করেন চুয়াডাঙ্গা নিউ মার্কেট জামে মসজিদের ইমাম মাও. মুফতি জুনায়েদ আল হাবিবী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার আমির হোসেন।