স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা ইউনিটের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বাদ আসর বাংলাদেশ ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা শাখা কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা ইউনিটের ব্যবস্থাপক কামরুজ্জামানের সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মুফতি মাওলানা জুনায়েদ আল হাবিবি। এছাড়া দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান এর পক্ষে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার শেখ মো. রাসেল, নেজারাত ডেপুটি কালেক্টর (এনডিসি) সাদাত হোসেন, দর্শনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর কামরুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী হাবিবুর রহমান লাভলু, জেলা সার বীজ মনিটরিং কমিটির সাধারণ সম্পাদক আকবর আলীসহ ইসলামী ব্যাংক চুয়াডাঙ্গা ইউনিটের সকল কর্মকর্তা-কর্মচারী ও ইসলামী ব্যাংকের নারী এবং পুরুষ গ্রাহকগণ। দোয়া ও ইফতার মাহফিলে আপ্যায়নের দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা ইসলামী ব্যাংক শাখা ইউনিটের প্রিন্সিপাল অফিসার নাসির উদ্দিন মিঠু। দোয়া ও আলোচনা অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র অফিসার আমির হোসেন।