চুয়াডাঙ্গায় ৮শ মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিলো সংযোগ

 

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গার খাদিমপুরে সংযোগ কানেক্টিং পিপল ফাউন্ডেশনের আয়োজনে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পেইনে চিকিৎসা পরামর্শ, ব্লাড গ্রুপ চেক, ডায়াবেটিস পরীক্ষাসহ ফ্রি মেডিসিন প্রদান করা হয়। সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত খাদিমপুর ইউনিয়ন পরিষদের সহযোগিতায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে ৮ জন অভিজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য পরামর্শ প্রদান করেন। সংযোগ ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা টিমের সভাপতি আল রোমাজ রাজনের সভাপতিত্বে শুভ উদ্বোধন ঘোষণা করেন খাদিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহিদুর রহমান জোয়ার্দ্দার লোটাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. আরমান হোসেন দীপ্ত, কেন্দ্রীয় কমিটির প্রোজেক্ট ম্যানেজমেন্ট সেক্রেটারি শাহরিয়ার সিয়াম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.হাসিবুল হাসান। সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা টিমের সভাপতি আল রোমাজ রাজন জানান, দিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইনে আমরা প্রায় ৮শ মানুষকে চিকিৎসা পরামর্শ ও ফ্রি মেডিকেল দিতে পেরেছি। আশা করি সামনে আরো বড় পরিষরে মানুষের সেবায় আমরা নিজেকে নিয়োজিত করতে পারব। ফ্রি মেডিকেল ক্যাম্পেইন, ফ্রি ব্লাড গ্রুপ চেকিং, রক্তদান কর্মসূচিসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে সংযোগ। এছাড়াও সংযোগ এর চিকিৎসা সহায়তা, শিক্ষা সহয়তা, বিভিন্ন দূর্যোগকালীন সময় সেবা, অসহায় বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা ও নতুন পোষাক উপহার কার্যক্রম সারাদেশব্যাপী চলমান আছে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলায় “সেরা সংযোগ ভলান্টিয়ার” আ্যওয়ার্ড প্রদান করা হয়। চুয়াডাঙ্গা জেলা কমিটির শিক্ষা ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অঞ্জন সাহা আবির কে। এছাড়াও সংযোগ ভলান্টিয়ার্স বাংলাদেশ চুয়াডাঙ্গা টিমের পক্ষে উপস্থিত ছিলেন জেলা টিমের হাফিজ আজাদ, শোয়েব আক্তার, মুজতাবির, মুনতাসির তানজিল, অঞ্জন সাহা আবির, সজীব, ফারাবি আসিফ, সাকিব, শাহরিয়ার পলক, মীম, ফারজানা ও সাবরিনা প্রমুখ।

Comments (0)
Add Comment