স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির উন্মুক্ত মঞ্চে বৈশাখী লোক নাট্যানুঠানের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকা শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচিত্র বিভাগের সার্বিক আয়োজনে জেলা প্রশাসক মো. জহিরুল ইসলাম উদ্বোধন করেন। ঘোষণার পর পরই শিল্পকলা মঞ্চে গ্রামবাংলার ঐতিহ্যবাহী লোকজ পালা নসিমন সুন্দরি মঞ্চস্থ হয়। জেলার একমাত্র লোকজ সাংস্কৃতিক সংগঠন দর্শনা বাউল পরিষদের কর্ণধর ধীরু বাউলের পরিচালনায় ও নির্দেশনায় পালাটি দেখতে জেলা শিল্পকলা একাডেমী মঞ্চের আসেপাসে বেশ লোক সমাগম লক্ষ্য করা যায়। চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো. জহিরুল ইসলামসহ জেলা প্রশাসনের সকল কর্মকর্তাগণ অনেক সময় ধরে পালাটি উপভোগ করেন। গ্রামবাংলার লোককাহিনী অবলম্বনে পালাটিতে যেমন সুরের মুর্ছনা ছিলো, তেমনি ছিলো কমেডিয়ান দেয়ার ঝিঁর রসালো এবং উল্টাপাল্টা কথার গাথুনি। নায়িকা নসিমনের কোমর দোলানো নাচ ও সখিগণের ঝাঁঝালো রঙের শাড়ি পরা জমকালো মেলবন্ধন নাচে দর্শকদের মন কেড়েছে। পালা দেখে দর্শক শ্রোতারা বেশ মজা পেয়েছে ও সুনাম করতে দেখা গেছে।