স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বেলগাছি স্কুলপাড়ার হারুনকে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর ১০ লিটার তাড়িসহ তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জেলা শহরের বেলগাছি কবরস্থানের পাশে অভিযান চালান। এ সময় বেলগাছি স্কুলপাড়ার আব্দুল মান্নানের ছেলে হারুনকে (২৪) আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ১০ লিটার তাড়ি। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৫ দিনের কারাদ- ও ২ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। গতকালই সাজাপ্রাপ্ত হারুনকে জেলা কারাগারে প্রেরণ করা হয়।