স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার তিন তারকা মানের হোটেল শাহেদ প্যালেসের কন্ট্রোল প্যানেলে হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ বিস্ফোরণে হোটেলে অবস্থানকারী জনগণ ও এলাকাবাসী আতঙ্কিত হয়ে পড়ে। এলাকাবাসী সূত্রে জানাগেছে, বিস্ফোরণের এ ঘটনাটি ঘটে গতকাল বুধবার বেলা সাড়ে ৭টার দিকে। খবর পেয়ে ঘটনা ঘটার বেশ কিছুক্ষণ পরেই চুয়াডাঙ্গা ওজোপাডিকো লিমিটেডের বিদ্যুত কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে বিস্ফোরণের কারণ উদঘাটনসহ তারা ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করেন। চুয়াডাঙ্গা ওজোপাডিকো লিমিটেডের সহকারী প্রকৌশলী রবিউল ইসলাম দৈনিক মাথাভাঙ্গাকে জানান, কন্ট্রোল প্যানেলে বিড়াল আটকে যাওয়ায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে বড় ধরণের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। এদিকে সাধারণ মানুষের অভিমত তিন তারকা মানের এত বড় স্থাপনায় ১১ হাজার ভোল্টেজের বিদ্যুতের কন্ট্রোল অরক্ষিত রাখা খুবই বিপদজ্জনক। আর এমন অরক্ষিত বিদ্যুতের কন্ট্রোল প্যানেল জানা সত্বেও ওজোপাডিকো লিমিটেড কর্তৃপক্ষ কেনো বিদ্যুত সরবরাহ নিশ্চিত করেছে। যেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটে জনগণের জানমাল ও স্থাপনার ক্ষতি হতো পারতো।