স্টাফ রিপোর্টার: ‘শ্রমিকদের নিয়োগপত্র দিলে তারা অনেক সরকারি সুবিধা পাবে। তাই পরিবহন মালিকদের প্রতি আহ্বান জানায় আপনারা শ্রমিকদের নিয়োগপত্র প্রদান করবেন। নিয়োগপত্র না থাকলে শ্রমিক কল্যাণ তহবিল থেকে অন্যান্য সুবিধাসহ আর্থিক সহায়তা দেয়া হয়। মৃত্যুজনিত কারনে ৩ লাখ টাকা, দুর্ঘটনা জনিত কারণে অনধিক দেড় লাখ টাকা, শ্রমিকদের সন্তানের লেখাপড়া, কন্যা সন্তানের বিয়ে বাবদ আর্থিক সহায়তা ও অবসর সুবিধা প্রদান করা হয়ে থাকে।
মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের সাধারণ সম্পাদক উসমান আলী, সহ-সভাপতি এম জেনারেল ইসলাম, মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রিপন ম-ল, জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি মাঈনুদ্দিন মুক্তা, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আন্তঃ জেলা ট্রাক, ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুনতাজ আলী, জেলা ট্রাক, ট্যাংকলরি, ট্রাক্টর, কার্ভাড ভ্যান (দাহ্য পদার্থ বহনকারী) শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফ শেখসহ শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আন্তঃজেলা ট্রাক ও ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশীদ।