স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আজ শনিবার শুরু হচ্ছে দু’দিনের জেলা সাহিত্য মেলা। জেলা শহরের সাহিদ প্যালেসের ৪র্থ তলায় অনুষ্ঠেয় সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। বাংলা একাডেমি জেলা পর্যায়ে সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রত্যেক জেলায় সাহিত্য মেলা আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে চুয়াডাঙ্গাসহ দেশের ৪টি জেলায় প্রথম পর্যায়ে সহিত্য মেলার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আজ শনিবার ও আগামীকাল রোববার এ সাহিত্য মেলা চলবে। আজ সকাল ৯টায় চুয়াডাঙ্গায় সাহিত্য মেলার উদ্বোধন করবেন বাংলা একাডেমির সভাপতি কথা সাহিত্যিক সেলিনা হোসেন। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহা পরিচালক কৃষিবিদ ড. হামিদুর রহমান, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুুগ্ম সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের উপদেষ্টা সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। সূচনা বক্তব্য দেবেন বাংলা একাডেমির পরিচালক ড.হাসান কবীর। সভাপতিত্ব করবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলা একাডেমির উপ-পরিচালক ড. সাইমন জাকারিয়া। বেলা সাড়ে ১১টায় অনুষ্ঠিত হবে চুয়াডাঙ্গার গবেষক প্রাবন্ধিক অধ্যাপক আবদুল মোহিতের প্রবন্ধের ওপর আলোচনা। বেলা ২টায় কবিকণ্ঠে কবিতা পাঠ, ছোট গল্পসহ উপন্যাস থেকে পাঠ, নাট্যকারের নাটক থেকে পাঠ। আগামীকাল রোববার সকাল ১০টায় একই স্থানে লেখক কর্মশালা অনুষ্ঠিত হবে।