স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেছেন ‘বাল্যবিয়ে প্রতিরোধ, মাদক নির্মূল ও শিক্ষা প্রসারে লোকমোর্চা সামাজিক দায়িত্ব পালনে কাজ করতে পারে। জেলা প্রশাসন এ সকল সামাজিক কাজে সবসময়ই সহযোগিতা করবে।’ গতকাল সোমবার বিকেলে শহরের মালোপাড়াস্থ ওয়েভ ফাউন্ডেশনে কার্যালয়ে আয়োজিত জেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি সভা, সংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠানে জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেছেন।
চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সভাপতি অ্যাড. বেলাল হোসেন পিপি’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভা লোকমোর্চার সাধারণ সম্পাদক শাহ আলম সনি সঞ্চালনা করেন। সভায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মো. রাসেল, সমাজ সেবা কর্মকর্তা মুরাদ হোসেন, ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক কফিল উদ্দিন আহমেদ, উপ-পরিচালক হাবিবি জহির রায়হান, ইফতেখার হোসেন, প্রোগ্রাম ম্যানেজার নজরুল ইসলাম, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অ্যাড. রফিকুল ইসলাম ও আহাদ আলী মোল্লাসহ জেলা লোকমোর্চার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় জেলা লোকমোর্চার পক্ষ থেকে প্রধান অতিথি জেলা প্রশাসক আমিনুল ইসলাম খানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেয়া হয়। লোকমোর্চা সম্পর্কে ধারণা প্রদান করেন সমন্বয়কারী আনিসুজ্জামান ও আবুল কালাম আজাদ।
সভায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান আরো বলেন, ওয়েভ ফাউন্ডেশন স্থানীয় বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সুনামের সাথে কাজ করছে। তাদের কয়েকটি কার্যক্রম দেখেছি। বিশেষ করে পল্লী মেলা। একাজগুলো পর্যায়ক্রমে বিভিন্ন ইউনিয়নে সম্প্রসারণ করতে পারেন।