চুয়াডাঙ্গায় যুবদলের শোকর‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় যুবদলের উদ্যোগে শোকর‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নারায়নগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর শান্তিপূর্ণ র‌্যালিতে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধানকে হত্যার প্রতিবাদে গতকাল শনিবার সদর উপজেলা যুবদল ও পৌর যুবদল সাহিত্য পরিষদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করে।

চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এমএইচ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজীব খান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু ও পৌর যুবদলের আহ্বায়ক বিপুল হাসান হ্যাজি। পৌর যুবদলের সদস্য সচিব আজিজুল হকের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন জেলা যুবদলের দফতর সম্পাদক মামুনুর রশিদ টনিক, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মতিউর রহমান মিশর, সদর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক রায়হানুল ইসলাম কাজল, হাফিজুর রহমান হ্যাপি, আমির মেম্বার, হাফিজুর রহমান, হাসান মালিক, আব্দুল্লাহ আল মাহাবুব, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক মিলন আলী লিমন, অপু মালিক, সদর উপজেলা যুবদলের সদস্য ইমন, শাহাবুল ইসলাম, আবু আসলাম সোহাগ, মজিবুল, আরিফ, সেলু, কাজল, পৌর যুবদলের সদস্য শামীম, সুমন রশিদ, ইয়াকুব, রায়হান, বাপ্পী, ফরহাদ, হৃদয়, রিয়ন, রিয়াদ, রকি, কদর আলী, সদর উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হাসমত আলী, যুবদল নেতা মশিউর রহমান, ইউনিয়ন যুবদল নেতা রাজু, মতিয়ার, শিবলু, রিংকু, আশরাফুল, অনিক, মুনছুর, অলি, সাত্তার প্রমুখ।

Comments (0)
Add Comment