চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন ফার্মেসি মালিককে জরিমানা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে তিন ফার্মেসি মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলা শহরের কেদারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন প্রতিষ্ঠান মালিককে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম ও শহিদুল আলমের নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদফতর চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক কেএম মুহসীনিন মাহবুব গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কেদারগঞ্জ বাজার এলাকায় অভিযান চালান। অভিযানকালে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার অপরাধে রোজা ফার্মেসির মালিককে ২ হাজার টাকা। একই অপরাধে ফাতেমা মেডিকেল হলের মালিককে ৩ হাজার টাকা ও দেশ ফার্মেসির মালিককে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ফার্মেসির মালিকদের জরিমানার পাশাপাশি পরবর্তীতে মেয়াদ উত্তীর্ণ ওষুধের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন ভ্রাম্যমাণ আদালত। আর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। ভ্রাম্যমাণ আদালতে সহযোগীতা করেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

Comments (0)
Add Comment