স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তিনজনকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে জেলা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়া থেকে ১৮ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। আটককৃতরা হলেন চুয়াডাঙ্গা রেল বাজারপাড়ার মৃত নাজমুল শেখের ছেলে চয়ন শেখ (২৮), দক্ষিন গোরস্তানপাড়ার শমসের আলীর ছেলে মোহাম্মদ আলী (৩৫) ও সদর উপজেলার খেজুরা গ্রামের অমুল্য হালদারের ছেলে মন্টু হালদার (৪০)।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার দিনগত রাত ২টার দিকে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর আবু জিহাদ ফকরুল আলম খান সঙ্গীয় ফোর্সসহ জেলা শহরের ঝিনাইদহ বাসস্ট্যান্ডপাড়ায় অভিযান চালান। এসময় একটি আমবাগানের ভেতর থেকে চয়ন শেখ, মোহাম্মদ আলী, মন্টু হালদারকে আটক করেন। একইসাথে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৮ বোতল ফেনসিডিল, ২০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা। গতকাল শুক্রবার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।