চুয়াডাঙ্গায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৪ নেতা জামিনে কারামুক্ত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৪ নেতা জামিনে কারামুক্ত হয়েছে। গতকাল সোমবার জামিন পেয়ে কারাগার থেকে মুক্ত হলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মহাবুল হক, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আমান উল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ও যুবদল নেতা জাভেদ ওমর। সন্ধ্যায় জেল গেট থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী মোটরসাইকেল শোডাউন দিয়ে কারামুক্ত নেতাকর্মীদেরকে জেলা বিএনপির সদস্য সচিব শরীফুজ্জামান শরীফের বাসায় নিয়ে গেলে তিনি ফুলেল শুভেচ্ছা জানান। শোডাউন ও শুভেচ্ছা বিনিময়ের সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান লিপ্টন, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম মনি, সাধারণ সম্পাদক মাহমুদুল হক পল্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, জেলা ওলামা দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম আর মুকুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান মুক্ত, সাংগঠনিক সম্পাদক সোহেল আহমেদ মালিক সুজন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মাহমুদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উল্লেখ্য, ১০ ডিসেম্বরকে কেন্দ্র করে সারাদেশের মত চুয়াডাঙ্গাতেও গায়েবী মামলা দায়ের ও গ্রেফতার অভিযান চালায় পুলিশ। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ৩০ এর অধিক নেতা গ্রেফতার হয়ে কারাগারে বসবাস করছেন। ইতিমধ্যেই চুয়াডাঙ্গা জেলা বিএনপির সদস্য সচিব মো. শরীফুজ্জামান শরীফসহ ৭ নেতা গত ৭ জানুয়ারি মুক্তি পেয়েছেন।

Comments (0)
Add Comment