স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সেলফোন রিপিয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশনের চুয়াডাঙ্গা জেলা কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা শহরে ফাতেমা প্লাজা মার্কেটের বিপ্লব মোবাইল সার্ভিসিং সেন্টারের স্বত্তাধিকারি বিপ্লব হোসেনকে আহবায়ক করে মোট ২১ সদস্যদের কমিটি গঠন হয়। কমিটিতে যুগ্ম আহবায়ক পদে যারা রয়েছেন, ফাতেমা প্লাাজা মার্কেটের মোবাইল জগতের-১ মালিক মামুন শেখ, মোবাইল জগতের-২ মালিক আশরাফুল আলম, আজম মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আজম আলী, এসআর মোবাইল টেলিকমের মালিক মাসুদ রানা, জীননগরের নিতু টেলিকমের মালিক হাফিজ আল আসাদ, আলী হোসেন সুপার মার্কেটের জাকির ইলেকট্রনিক্সের মালিক নকিবুল্লাহ, চুয়াডাঙ্গা মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আবুল কালাম আজাদ, চুয়াডাঙ্গা রেল বাজারের হাকিম টেলিকমের মালিক আব্দুল হাকিম, আলমডাঙ্গার মোমিন মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক মোমিন ও আসমানখালির বাপ্পি মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক আরাফাত বাপ্পি। সদস্য সচিব পদে রয়েছেন, দামুড়হুদার রাব্বি টেলিকমের মালিক আসলাম মিয়া। সদস্য পদে রয়েছেন- দামুড়হুদার শ্রাবনী টেলিকমের মালিক ডালিম হোসেন, জীবননগরের মল্লিক নিউ মার্কেটের মুকুল টেলিকমের মালিক মাজেদুল হাসান, আলমডাঙ্গার দুলু কম্পিউটারের মালিক খোকন আলী, ভালাইপুর মোড়ের গ্রামীন টেলিকমের মালিক তরিকুল ইসলাম সুমন, ফাতেমা প্লাজা মার্কেটের সিটি মোবাইল দোকানের মালিক তাপু, ডিঙ্গেদহ বাজারের মা মোবাইল প্লাজার মালিক হাফিজুর রহমান, মিলন মোবাইল সার্ভিসিং সেন্টারের মালিক মিলন, নয়মাইল বাজারের নূর নবী ইলেকট্রনিক্সের মালিক নূর নবী ও নীলমনিগঞ্জ বাজারের বুশরা টেলিকমের মালিক শামিম কাদের।