স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার দৌলতদিয়াড়ে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বদর উদ্দিন নামে (৬০) এক বৃদ্ধকে কুপিয়ে জখম করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে শহরতলী মাথাভাঙ্গা ব্রিজের নিকট এঘটনা ঘটে। পরে স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত বদর উদ্দিন দৌলতদিয়াড় গ্রামের দক্ষিণপাড়ার মৃত দূর্লভ খানের ছেলে। এ ঘটনায় আহত বদর উদ্দিনের মেয়ে বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে মামলার দুই নাম্বার আসামি শিপন আলীকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। গ্রেফতারকৃত শিপন আলী (৩৩) চুয়াডাঙ্গা পৌর এলাকার জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত শামসুল হলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, দৌলতদিয়াড় দক্ষিণ ব্রিজপাড়ায় একটি চায়ের দোকান আছে বৃদ্ধ বদর উদ্দিনের। এই চায়ের দোকানে জ্বিনতলা মল্লিকপাড়ার মৃত সালামের ছেলে মাঝেমধ্যে বাকিতে চা পান করতো। দীর্ঘদিন যাবত পাওনা টাকা চেয়েও বার বার ঘোরাতে থাকে শাওন। গতকাল শাওন আবারো বাকিতে চা পান করতে এলে পূর্বের টাকা পরিশোধ করতে বলেন বৃদ্ধ বদর উদ্দিন। এ নিয়ে শাওনের সাথে চা দোকানি বদর উদ্দিনের তর্কবিতর্ক হয়। এতে উত্তেজিত হয়ে শাওনসহ সাথে থাকা শিপন ও দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার মিন্টুর ছেলে সেতু চা দোকানি বৃদ্ধ বদর উদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহত বদর উদ্দিনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহবুবুর রহমান বলেন, আহতের অবস্থা শঙ্কামুক্ত। তার মাথায় একটি কোপের জখম আছে। মাথায় ৪টা সেলাই দেয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহেদ মাহমুদ রবিন বলেন, আহত বদর উদ্দিনের অবস্থা শঙ্কামুক্ত। তার মাথায় একটি কোপের জখম আছে। এছাড়াও শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহৃ পাওয়া গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, বদর উদ্দিন নামে একজনকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এঘটনায় আহত বদর উদ্দিনের মেয়ে মরিয়ম বেগম বাদি হয়ে তিনজনের নাম উল্লেখ করে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছে। গতকাল রাতেই অভিযান চালিয়ে মামলার আসামি শিপনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।