চুয়াডাঙ্গায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম সহনীয় রাখতে বাজার মনিটরিং কমিটির সভা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যে যৌক্তিক ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জেলা টাস্কফোর্স কমিটির সভায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদ, মাঠ ও বাজার পরিদর্শক সহিদুল ইসলাম, জেলা দোকান মালিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাদের জগলু, জেলা জুয়েলারি সমিতির সভাপতি সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন, জেলা স্যানিটারি ইন্সপেক্টর গোলাম ফারুক, জেলা নিরাপদ খাদ্য অফিসার মিলন মিয়া, সুবেদার আনিসুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন ও হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরা পারভীন বলেন, ৫৫ মিলিমিটারের উর্ধ্বে যে পলিথিন পাওয়া যায় সেটি বিক্রি করা যাবে। এর নীচে বিক্রি করলে জরিমানা করা হবে। এ ব্যাপারে সকল ব্যবসায়ীকে সতর্ক করে থাকতে হবে। আসছে পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সহনীয় পর্যায়ে থাকে সেদিকেও ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে। কেউ যেনো দ্রব্যমূল্যে কৃত্রিম সঙ্কট সৃষ্টি না করে।

Comments (0)
Add Comment