উন্নয়ন অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের আয়োজনে নৌকা মার্কার প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৪টায় এই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। এছাড়া আরও উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক মাহাবুবুল হক সেলিম, যুবলীগ নেতা অ্যাড. ফিরোজ আহমেদ, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. সোহরাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হারুন মিয়া, কোষাধ্যক্ষ মো. সাদ্দাম হোসেন সহ-সংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ। আলোচনা সভায় রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন বলেন, আজ বাংলাদেশ উন্নয়ন হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও জয়যুক্ত করতে হবে। বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে কাজ করছে। এখন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রুপান্তর হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়ন ধারা অব্যাহত রেখেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প নেই। শেখ হাসিনা সরকার বার বার দরকার। উন্নয়নের সরকার শেখ হাসিনা সরকার। বর্তমানে বাংলাদেশে প্রতিটা সেক্টরে উন্নয়ন ঘটেছে। তাই আবারও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকাকে বিজয় করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহিবুর রহমান লালু।