স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নতুন করে একজন নির্বাহি ম্যাজিষ্টেটসহ ১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা নিজ বাড়িতে রয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান মাথাভাঙ্গাকে জানান, বৃহস্পতিবার সকালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাব থেকে এ রিপোর্ট সিভিল সার্জন অফিসে আসে। ৩৯ জনের নতুন রিপোর্ট আসে। এর মধ্যে ১১ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ রয়েছে। একজন নির্বাহি ম্যাজিষ্টেট, সদর উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা রয়েছে। দামুড়হুদা উপজেলায় ৪ জন, আলমডাঙ্গা উপজেলায় ৩ জন ও সদর উপজেলায় ৪ জন আক্রান্ত হয়েছে। হাসপাতালের আইসোলেশন ও হোম আইসোলেশনে রয়েছে মোট ৪০ জন। চুয়াডাঙ্গায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪৩ জন। নমুনা পাঠানো হয়েছে মোট ৫৯৩টি। রিপোর্ট এসেছে ৪৭৭ জনের। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২ জন। মারা গেছেন ১ জন। তিনি আরও জানান, আক্রান্তদের চিকিৎসা সেবা নিশ্চত করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের সকল কর্মীরা মাঠ পর্যায়ে কাজ করছেন। স্বাস্থ্য বিভাগের কর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।