চুয়াডাঙ্গায় নিম্নআয়ের মানুষের হাতে ঈদ উপহার তুলে দিলো সাক্ষাত

 

স্টাফ রিপোর্টার: করোনা এখন আর কোনো নির্দিষ্ট জেলা কিংবা দেশের ব্যাপার না বরং হয়ে উঠেছে একটি বৈষ্মিক বিষয়। সারা বিশ্বের সাথে বাংলাদেশও আজ স্থবির। করোনা রোগে আক্রান্ত ও মৃত্যুর সাথে সাথে থমকে গেছে দেশের অর্থনীতি। অর্থ ও খাদ্য কষ্টের সম্মুখিন হয়েছে দেশের নিম্ন আয়ের আপামর শ্রেণির মানুষ। সরকারসহ দেশের বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে এগিয়ে দিয়েছে সাহায্যের হাত। সর্বমহল তার নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা চালাচ্ছে এই দূর্যোগকে কাটিয়ে উঠতে। ঠিক এরকম সময় চুয়াডাঙ্গা ভি.জে স্কুলের ৯৬ ব্যাচের প্লাটফর্ম ‘সাক্ষাত’ও অংশ নিয়েছে এরকম মহৎ উদ্যোগে।

আসন্ন ঈদ-উল-ফিতরকে কেন্দ্র করে লকডাউনে থাকা বিভিন্ন শ্রেণির মানুষের মুখে সামান্য হাসি ফুটিয়ে তুলতে তাদের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছে ৯৬ ব্যাচের বন্ধু মহল সাক্ষাত। চুয়াডাঙ্গার বিভিন্ন মহল সাক্ষাতের এরকম পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে।

Comments (0)
Add Comment