চুয়াডাঙ্গায় দুটি বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ে আলোচনাসভা

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দুটি বিদ্যালয়ে সড়ক নিরাপত্তা বিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় এবং ঝিনুক বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ বিআরটিএ চুয়াডাঙ্গা ও মেহেরপুর সার্কেল আয়োজিত এ আলোচনাসভায় সভাপতিত্ব করেন বিআরটিএ’র সহকারী পরিচালক সৈয়দ আয়নুল হুদা চৌধুরী। এতে অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. তারেক জুনায়েত, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান ও বিআরটিএ’র মোটরযান পরিদর্শক মেহেদী হাসান। এ সময় উপস্থিত ছিলেন ড্রাইভিং প্রশিক্ষক মো. জাকির হোসেন।

বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সকল শিক্ষার্থীকে সুনাগরিক হয়ে গড়ে উঠতে হবে। প্রতিটি সুনাগরিককে দেশের প্রচলিত আইন মান্য করতে হবে। এরই ধারাবাহিকতায় সড়কে নিরাপত্তা বিধানে শিক্ষার্থীদের আইন মেনে চলতে হবে।

Comments (0)
Add Comment