স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় হতদরিদ্র কৃষক শাহাদাৎ গাইনের ২ বিঘা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিলো জেলা যুবলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের উদ্দেশ্য দেশজুড়ে কৃষকের ধান কেটে দেয়ার আহ্বানে সাড়া দিয়েছে চুয়াডাঙ্গা যুবলীগ। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার শাহাদাৎ গাইনের পাকা ধান কেটে অসহায় কৃষকের মুখে হাসি ফুটালেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের নিমতলার মাঠে তিন ঘণ্টাব্যাপী জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দারসহ নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশগ্রহণ করেন। ধান কাটা শেষে মাড়াই করে কৃষক শাহাদাৎ গাইনের ঘরে ধান পৌঁছে দেন তারা। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় কৃষকের দুঃসময়ে পাশে থাকছে যুবলীগ। জেলার যে সকল কৃষক শ্রমিক ও আর্থিক সংকটে ঘরে ধান তুলতে পারছেন না, তাদের ধান পর্যায়ক্রমে আমরা কেটে দেবো। এমনকি কাটার পর মাড়াই করে ঘরে তুলে দেবো বলে জানান তিনি। কৃষক শাহাদাৎ গাইন জানান, প্রতি বছর বিভিন্ন এলাকার শ্রমিকরা এসে ধান কাটলেও এবার করোনা ভাইরাসের কারণে শ্রমিক সংকট ও শ্রমিক মূল্য বেশি থাকায় বিপাকে পড়ে যায় আমি। এছাড়াও সামর্থ্য না থাকায় পাকা ধান নিয়ে বিপদে ছিলাম কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। বিষয়টি স্থানীয় যুবলীগের নেতাকর্মীদের জানালে তারা এসে ধান কেটে দেন। আমি তাদেরকে কৃতজ্ঞতা জানায়। এসময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান হাপু, যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুম, সামিউল শেখ সুইট, পদ্মবিলা ইউনিয়ন যুবলীগের সভাপতি হুমায়ুন কবির বনফুল, সহসভাপতি বিপ্লব হোসেনসহ জেলা ও ইউনিয়ন যুবলীগের অন্যান্য নেতৃবৃন্দ।