স্টাফ রিপোর্টার : ‘ ডায়াবেটিস নিয়ন্ত্রণ ও করোনা প্রতিরোধে সচেতন হোন’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় ডায়াবেটিস সচেতনা দিবস ও ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সোমবার দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিলো,
বাসটার্মিনালে বিনামূল্যে ডায়াবেটিস রোগ নির্ণয় পরীক্ষা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা।
সকাল সাড়ে ৮টায় চুয়াডাঙ্গা ডায়াবেটিক সমিতি কার্যালয় থেকে শোভাযাত্রা বের হয়ে শহর প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. মহ: শামসুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম শাহানের সঞ্চালনায় আলোচনা সভায় কার্যনির্বাহী সদস্য সেলিম উদ্দিন খান, ডা. ফকির মোহাম্মদ, মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান ও পুষ্টিবিদ উম্মে আতিকা মল্লিক আঁখি বক্তব্য রাখেন। আলোচনা সভায় কার্যনির্বাহী সদস্য হাবিল হোসেন জোয়ার্দ্দার ও সাইফুল হাসান জোয়ার্দ্দার টোকন , মেডিকেল অফিসার নাহিদ ফাতেমা রত্না, হিসাবরক্ষক আসিফ ইকবাল এবং আজীবন সদস্যবৃন্দ, ডায়াবেটিক সমিতির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ওয়াসিম আকরাম।