চুয়াডাঙ্গায় জেলা পুলিশের অয়োজনে উগ্রবাদ প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ‘উগ্রবাদ প্রতিরোধে জনপ্রতিনিধি ও আলেম সমাজের ভূমিকা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিল শেডে এ অনুষ্ঠানের অনুষ্ঠিত হয়। পৃথক সেমিনারে অংশ নেন জনপ্রতিনিধি, ইসলাম ধর্মীয় নেতৃবৃন্দ, মসজিদ সমূহের ইমাম/খতিব, মুয়াজ্জিন ও মাদরাসা শিক্ষকগণ।  চুয়াডাঙ্গা জেলা পুলিশ বাংলাদেশ পুলিশের ‘সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প’র সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করে। সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) একেএম রাব্বি’র সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তারেকের সভাপতিত্বে সেমিনারে অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আনিসুজ্জামান, চুয়াডাঙ্গা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক একেএম শাহীন কবির, চুয়াডাঙ্গা বড়বাজার জামে মসজিদের ইমাম মুফতি জুনায়েদ আল হাবিবি। এর আগে জেলার ইউপি চেয়ারম্যান ও মেম্বারগণের অংশগ্রহণে একই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Comments (0)
Add Comment