চুয়াডাঙ্গায় জেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা পরিষদ সাধারণ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দু’দিনের প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা ১০টায় ভিমরুল্লাহ টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে-টিটিসিতে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আমিনুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন।

এ সময় জেলার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন কর্মকর্তা তারেক আহমেমদ, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা কামরুল হাসান এবং প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, সকলে মিলেমিশে ভোটটি যথাযথভাবে দায়িত্ব পালন করে নির্বাচনকে সুষ্ঠুভাবে করতে হবে। নির্বাচন সংক্রান্ত সকল কাজে নির্বাচন কমিশন আপনাদের সহযোগিতা করবে।

পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, জনপ্রতিনিধিদের সাথে বিনয়ী আচরণ করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনী আপনাদেরকে সব ধরণের সহযোগিতা করবে।

আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিতব্য চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে তিনজন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৩১ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪টি এবং বুথসংখ্যা ৮টি। কেন্দ্র চারটি হলো চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ এবং জীবননগর থানা মডেল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়। নির্বাচনে মোট ৫৬৫ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৩১ জন এবং মহিলা ভোটার ১৩৪ জন। চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১১৯ জন, আলমডাঙ্গা উপজেলায় ২১১ জন, দামুড়হুদা উপজেলায় ১১৮ জন এবং জীবননগর উপজেলায় ১১৭ জন ভোটার রয়েছে।  ইভিএম-এ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সিসি ক্যামেরা দ্বারা ভোট কেন্দ্র  নিয়ন্ত্রিত থাকবে।

Comments (0)
Add Comment