চুয়াডাঙ্গায় জাতীয় মহিলা সংস্থায় প্রশিক্ষণ ও প্রদর্শনী অনুষ্ঠিত

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন চুয়াডাঙ্গায় তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের আওতায় প্রশিক্ষণ পরবর্তী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গার প্রশিক্ষণ কেন্দ্রে এসব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই প্রদর্শনীতে প্রশিক্ষণার্থীরা তাদের তৈরি বৈচিত্র স্বাদ ও গন্ধের শতাধিক প্রকারের খাবার প্রদর্শনী করেন। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসানার সভাপতিত্বে অগ্রণী ব্যাংক লিমিটেড কেদারগঞ্জ (চুয়াডাঙ্গা) শাখার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন বেলা ১১টায় প্রদর্শনীর উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাহজাদী মিলি, অগ্রণী ব্যাংক লিমিটেডের জ্যেষ্ঠ কর্মকর্তা মর্তুজা রহমান ও জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা তসলিম আহম্মেদ চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিক্ষক মায়ানুর রহমান মায়া। বক্তারা বলেন, জাতীয় মহিলা সংস্থা নারী উদ্যোক্তা সৃষ্টিতে বিভিন্ন ট্রেডে ৮০দিন পর্যন্ত প্রশিক্ষণের সুযোগ রেখেছে। প্রশিক্ষিত উদ্যোক্তরা পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় উন্নয়নের ভূমিকা রাখবে।

Comments (0)
Add Comment