স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে স্বামী-স্ত্রীকে বেধড়ক পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার বিকেলে সদর উপজেলার কাথুলী গ্রামে এঘটনা ঘটে। আহতরা হলেন, কাথুলী গ্রামের স্কুলপাড়ার মৃত শুকুর আলীর ছেলে মিনারুল (৪৫) ও তার স্ত্রী জেসমিন আক্তার (২৮)। এ ঘটনায় সদর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগী মিনারুল ইসলাম।
অভিযোগসূত্রে জানা গেছে, দীর্ঘদিন যাবৎ পৈতৃক জমিজমা নিয়ে মিনারুল ইসলামের সাথে তারই আপন চাচাতো ভাই মতি দফাদার ও তার ছেলে ফারুকের সাথে বিরোধ চলে আসছিলো। এই নিয়ে গতকাল বিকেলে পারিবারিকভাবে উভয়পক্ষের উপস্থিতিতে মীমাংসার জন্য আলোচনা চলছিলো। এ সময় ক্ষিপ্ত হয়ে মতি দফাদার ও তার ছেলে ফারুক বাঁশ দিয়ে বেধড়ক পিটিয়ে জখম করে মিনারুল ও তার স্ত্রী জেসমিনকে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিয়া শারমিন বলেন, আহত দুজনের অবস্থা শঙ্কামুক্ত। প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান বলেন, এ বিষয়ে সন্ধ্যার পর একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।